মা কবিতা-মা তুমি এমন কেনো মা |
মা
মা-গো তোমার কদম নিচে আমার জান্নাত,
তোমার চোখের একফোঁটা জলে আমার জাহান্নাম।
তুমি যে মা' সবার সেরা জননী আমার-
তোমার তরে বিলাতে পারি আমি মোর প্রাণ।
তোমার সুখে সুখী হবো মা, তোমার দুঃখে দুঃখী -
আমার চেয়েও আমি তোমায় বেশি ভালোবাসি।।
জন্ম আমার তোমার কোলে তুমি জন্মদাত্রী,
তোমায় ফেলে তোমায় ভুলে কেমনে বলো বাঁচি?
ইহকাল পরকালেও তুমি আমার সুখের বায়না,
একটুও যেন তোমার তরে অপরাধ মোর হয় না।
লেখা~মুস্থাকিম খান শ্রাবণ।
------------------- মায়ের কবিতা---------------
মা তোমায় ভালোবাসি
~ ফাইরোজ শাহরিয়ার
মা, তোমায় অনেক ভালোবাসি,
কখনো পারিনি বলতে।
মা, আমায় একা রেখে চলে গেলে,
আমি যে পারবো না বাঁচতে।
জীবনে অনেক করেছো কষ্ট,
আমাকে মানুষ করতে।
আমার সফলতাই তোমার অবদান,
আমি যে পারবো না ভুলতে।
মা, আমার জন্যে সর্ব সুখকে,
বিসর্জন দিয়েছো তুমি।
তোমায় অনেক ভালোবাসি,
আজও তোমায় বলতে পারিনি আমি।
মা, তোমার ভালোবাসার কাছে ,
পৃথিবীর সব ভালোবাসা যায় বৃথা।
তোমায় নিয়ে লিখতে গেলেও,
লিখে শেষ করতে পারবো না এই কবিতা।
মা, আমায় রেখে সবাই চলে গেলেও
তুমি যেওনা চলে।
আমি যে হয়ে যাবো অসহায়,
তুমি চলে গেলে।
লেখা : ফাইরোজ শাহরিয়ার
------------------- মায়ের কবিতা---------------
আরো পড়ুন একটি বাবা একটি মা কবিতা
কবিতা: মা তুমি এমন কেনো ।
কবি: এম জে মমিনুল ।
দুঃখ তোমার এই জিবনে অল্প হাসো বেশী কাদো,
মা তুমি এমন কেনো ।
কষ্ট গুলো আরাল করো আমার কাছে লুকিয়ে রাখো,
মা তুমি এমন কেনো ।
সবার কাছে দোয়া চেয়ে আমার জন্য কেদে মরো,
মা তুমি এমন কেনো ।
খুব সকালে উঠে তুমি আমার জন্য কষ্ট করো,
মা তুমি এমন কেনো ।
--------------------- মায়ের কবিতা---------------
"মা"-যদি আমার দেহের কলিজা হন,বাবা আমার মেরুদণ্ড। কলিজা ছাড়া যেমন আমার দেহ অসাড় মৃত,তেমনি মেরুদণ্ড ছাড়া আমার দেহ নিশ্চুপ জড় পদার্থ।
তবুও কেন ভালোবাসায়-"মা"-এগিয়ে জানেন?
তার কারণ, মা আমার সামনে কলিজায়,আর বাবা পেছনে প্রেরণা সাহস আর আমাকে দাঁড় করানোর অবিচল পর্বত কিংবা মহীরুহ।
মুস্থাকিম খান শ্রাবণ।
------------------- মায়ের কবিতা---------------
আরো পড়ুন মাকে নিয়ে ইসলামিক কবিতা
মায়ের মতো কখনও কি কেউ
বাসতে পারে ভালো?
মা ছাড়া এই দুনিয়ায়টাই
অন্ধকার আর কালো।
~আ ই রি ন।
0 Comments